Lava Smartphone: ভারতের নিজস্ব সংস্থা লাভা (Lava Phone) খুব তাড়াতড়ি দেশে লঞ্চ করতে চলেছে। এক্স মাধ্যমের একটি পোস্ট থেকে বোঝা গিয়েছে হয়তো এবার ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) মডেল। ফোনের নাম শুনে আন্দাজ করা হচ্ছে যে এই প্রথম সম্ভবত লাভা সংস্থা কোনও ফোন লঞ্চ করতে চলেছে যেখানে একটি কার্ভড স্ক্রিন থাকতে চলেছে। ২০২৪ সাল অর্থাৎ নতুন বছরে এই ফোনই ভারতের বাজারে লাভা সংস্থার প্রথম প্রোডাক্ট হিসেবে লঞ্চ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই শেষদিকে লাভা সংস্থা Lava Yuva 3 Pro এবং Lava Storm 5G- এই দুই ফোন লঞ্চ করেছে। 


এক্স মাধ্যমে যে টিজার প্রকাশ্যে এসেছে সেটি অনুসারে লাভা সংস্থার আসন্ন ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে


এই ফোনে একটি কার্ভড AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে থাকবে ৫জি কানেক্টিভিটি। প্রসঙ্গত উল্লেখ্য, কার্ভড ডিসপ্লে নিয়ে ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি সংস্থার স্মার্টফোন লঞ্চ হয়েছে। সেই তালিকায় রয়েছে আইকিউওও জেড৭ প্রো ৫জি, রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি নারজো ৬০ প্রো, এই ফোনগুলি। এই মডেলগুলির দাম শুরু হচ্ছে ৩০ হাজার টাকার কমে।


লাভা ব্লেজ ২ ৫জি, গত বছর নভেম্বর মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল


ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ৫জি ফোন এবং বাজেট সেগমেন্টের মডেল এটি। তিনটি রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছ। রয়েছে গ্লাস ব্যাক ফিচার। ৬.৫৬ ইঞ্চির ২.৫ ডি কার্ভড ডিসপ্লে রয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। লাভা ব্লেজ ২ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।  লঞ্চের সময় বেস মডেল অর্থাৎ ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার- এই তিন রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন। লাভা সংস্থার ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচারই বা থাকবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y