গোল্ড কোস্ট: অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২১ তম কমনওলেথ গেমসের প্রথম দিনই ভারতের পদক এনে দিলেন ভারত্তোলক গুরুরাজা। ভারত্তোলনের ৫৬ কিলো বিভাগে গুরুরাজা মোট ২৪৯ কিলো ওজন তুলে রূপোর পদক জিতেছেন। কমনওয়েলথে অভিষেকেই ২৫ বছরের গুরুরাজা ব্যক্তিগত সেরা পারফর্ম করে ২৪৯ কিলো (১১১ এবং ১৩৮) ওজন তোলেন।
মালয়েশিয়ার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মহম্মদ ইজহার আহমেদ ২৬১ কিলো ওজন তুলে রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন।
দেশকে এবারের কমনওয়েলথ গেমসে প্রথম পদকটি এনে দেওয়ার পর গুরুরাজা বলেছেন, এই খেলাতেই ভারত প্রথম পদক পেল ভেবে, দারুণ খুশি লাগছে। তবে এটা আমার সেরা প্রদর্শনের আশেপাশেও নয়। কিন্তু রূপো জিততে পেরে আমি খুশি।
গুরুরাজা স্ন্যাচের পর তৃতীয় স্থানে ছিলেন। দুবারের প্রয়াসে ১১১ কিলো ওজন ওঠান। ক্লিন ও জার্কে প্রথম দুটি চেষ্টায় ব্যর্থ হওয়ার পর শেষ তথা তৃতীয় প্রয়াসে ১৩৮ কিলো ওজন তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন গুরুরাজা।
তিনি বলেছেন, আমি বুঝতে পারছি না আমার দ্বিতীয় লিফ্টকে কেন বৈধ মানা হল না। ওই লিফ্ট বৈধ মানা হলে আরও ভালো লিফ্ট করে সোনার পদকও জিততে পারতাম। যদিও রূপো জিতেও আমি খুশি।
এই বিভাগে শ্রীলঙ্কার লকমল চতুরঙ্গা ব্রোঞ্জ জিতেছেন।
যাইহোক, ট্রাক চালকের ছেলে গুরুরাজা প্রথমে পালোয়ান হতে চেয়েছিলেন। কিন্তু কোচের নজরে গুরুরাজের মধ্যে ভারত্তোলনের প্রতিভা ধরা পড়ে। এরপর ধারাবাহিক পরিশ্রম ও নিষ্ঠাই ভারতীয় সেনার কর্মী গুরুরাজাকে এই সাফল্য এনে দিল।