বার্মিংহাম: মনপ্রীত কৌরকে (Manpreet Kaur) ঘিরে স্বপ্ন দেখছিলেন সকলে। কমনওয়েলথ গেমসে শট পুটের ফাইনালে অবশ্য হতাশ করলেন ভারতীয় অ্যাথলিট। ১২ জন ফাইনালিস্টের মধ্যে সকলের শেষোক্ত স্থানটি পেলেন। সর্বোচ্চ ১৫.৫৯ মিটার ছুড়তে সক্ষম হলেন মনপ্রীত। খালি হাতেই তাঁকে ফিরতে হচ্ছে বার্মিংহাম থেকে।


আশা জাগিয়েও ব্যর্থ


কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) শট পুটের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন মনপ্রীত কৌর (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম স্থানে শেষ করেছিলেন মনপ্রীত (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ড থেকে মোট ১২ জন ফাইনালে পৌঁছেছিলেন। সেখানেই মনপ্রীত সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নেন। নিজের সেরা নিক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন মনপ্রীত।


যোগ্যতা অর্জনকারী পর্বে নিজের প্রথম থ্রোয়ে ১৫.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন মনপ্রীত। নিজের তৃতীয় নিক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালে জাতীয় রেকর্ড গড়েছিলেন। মহিলাদের শট পুটে ১৭.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। রিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন মনপ্রীত। কমনওয়েলথ গেমসে ভারত এরমধ্যেই ৯টি পদক জিতে নিয়েছে। শট পুটে মনপ্রীতের হাত ধরেও পদক আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল তাঁর ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে। যদিও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হল তাঁর।


শেষ আটে হার


কমনওয়েলথ গেমস শুরুর আগে রিংয়ের বাইরে তুমুল লড়াই চালিয়েছিলেন লভলিনা। তাঁর কোচকে কমনওয়েলথে থাকতে দেওয়া হচ্ছে না বলে তোপ দেগেছিলেন। পরে অনুমতিও মেলে। কিন্তু রিংয়ের লড়াইয়ে মুখ থুবড়ে পড়লেন তিনি। কোয়ার্টার ফাইনালে বাজে ভাবে হারলেন লভলিনা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সারকে ঘিরে ভারত পদকের আশা করেছিল। কিন্তু ৭০ কেজির লাইট মিডল ওয়েটের সেমিফাইনালে উঠতেই পারলেন না লভলিনা।


মহিলাদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের রসি এক্লেসের বিরুদ্ধে স্প্লিট ডিসিশনে পরাস্ত হলেন লভলিনা। ভারতের তারকা বক্সার হারলেন ২-৩ ব্যবধানে। 


হাই জাম্পে ইতিহাস


হাইজাম্পে পদক জিতে কমনওয়েলথের মঞ্চে ইতিহাস গড়েছেন তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar)। অথচ একটা সময় তাঁর বার্মিংহাম যাত্রাই আটকে ছিল। শেষ মুহূর্তে হস্তক্ষেপ করতে হয় আদালতকে। দিল্লি হাইকোর্টের নির্দেশে কমনওয়েলথে নামার ছাড়পত্র পান ভারতীয় অ্যাথলিট।


নজর বক্সিং, লন বলে, ভারতীয় অ্যাথলিটরা কমনওয়েলথ গেমসে আজ কে কখন নামছেন