সন্দীপ সরকার, কলকাতা: মাঙ্কি পক্স (Monkey Pox) নিয়ে সতর্কতা জারি করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।  


নির্দেশিকায় কী জানিয়েছে রাজ্য সরকার? 



  • সব হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

  • বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিত্‍সার প্রয়োজন হলে আলাদা বেড রাখা হয়েছে।  

  • স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিত্‍সায় আলাদা বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। 

  • প্রতিটি জেলার অন্তত একটি সরকারি হাসপাতালে মাঙ্কি পক্সের জন্য বেড রেখে দিতে হবে।

  • প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে।

  • সেইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, মাঙ্কি পক্সে আক্রান্তের খোঁজ মিললে অবিলম্ব তা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে।


এখনও কাটেনি করোনার (Corona) আতঙ্ক। দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। এই পরিস্থিতিতে নতুন আতঙ্কের নাম মাঙ্কি পক্স। ইতিমধ্যেই নির্দেশিকার জারি করেছে কেন্দ্রীয় সরকার। আর এবার সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিকে ফের মাঙ্কিপক্স সংক্রমিতের খোঁজ মিলল দিল্লিতে । এই নিয়ে দেশে সরকারি ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। রাজধানীর প্রশাসন সূত্রে খবর, নতুন করে যে আক্রান্তের হদিশ মিলেছে তিনি নাইজেরিয়ার বাসিন্দা। বয়স ৩১ বছর। ভারতে এই প্রথম কোনও মহিলার দেহে মাঙ্কিপক্সের খোঁজ মিলল।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আক্রান্তের হালে কোনও  বিদেশ সফরের রেকর্ড নেই। আপাতত জ্বর এবং ত্বকের সমস্যা নিয়ে দিল্লি সরকার পরিচালিত এলএনজেপি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে দিল্লিতে যে তিনটি ঘটনার হদিশ মিলেছিল, তার মধ্যে এক জন সুস্থ হয়ে গিয়েছেন। তাঁকে হাসপাতাল থেকে ছাড়াও হয়ে গিয়েছে। বাকি দুজনের এখনও চিকিৎসা চলছে। তার মধ্যেই আরও এক জন আক্রান্তের খবর। তবে দিল্লি প্রশাসনের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মাঙ্কিপক্স সংক্রমণের জন্য পরিস্থিতি যাতে লাগামছাড়া না হয়ে যায় সে জন্য এর মধ্যে তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Monkey Pox In Delhi: মাঙ্কিপক্সে ফের নতুন সংক্রমণ দিল্লিতে, আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯