বার্মিংহাম: মিক্সড দলের ইভেন্টে সোনা জিততে পারেনি ভারতীয় ব্যাডমিন্টন দল। তবে ফের একবার সোনা জয়ের হাতছানি সেই দলের দুই তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেনের (Lakshya Sen)।


দাপুটে জয় সিন্ধুর


রবিবারই (৭ অগাস্ট) চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ব্যাডমিন্টনের সিঙ্গলসের সেমিফাইনালে নেমেছিলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত। পিভি ও লক্ষ্য নিজেদের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেও ব্যর্থ হলেন আরেক ভারতীয় শাটলার শ্রীকান্ত। সিন্ধু নিজের খেলার টেকনিক্যাল দক্ষতার পরিচয় দিয়ে সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিনকে পরাজিত করেন। ৪৯ মিনিটের ম্যাচে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৭ স্কোরলাইনে জিতে নাগাড়ে দ্বিতীয় কমনওয়েলথ সিঙ্গেলসের ফাইনালে কোয়ালিফাই করলেন সিন্ধু। 


প্রথমবার ফাইনালে লক্ষ্য


দুই বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার গতবার ফাইনালে পরাজিত হয়ে রুপো জিতেছিলেন। তার আগেরবার গাল্সগোয় এসেছিল ব্রোঞ্জ। এবার তাই নিজের প্রথম স্বর্ণপদক জয়ের লক্ষ্যে আবারও ফাইনালে কোর্টে নামবেন তিনি। এবার শেষমেশ ২৭ বছর বয়সি ভারতীয় শাটলারের ঝুলিতে সোনা আসে কি না, সেটাই দেখার। অপরদিকে, আরেক ভারতীয় শাটলার লক্ষ্য সেন আবার নিজের প্রথম কমনওয়েলথ সিঙ্গলস ফাইনালে প্রবেশ করলেন। সিঙ্গাপুরেরই ৮৭ নম্বর প্যাডলার জিয়া হেং তেকে পরাজিত করেন বিশ্বের ১০ নম্বর ব্যাডমিন্টন তারকা লক্ষ্য।


২০ বছর বয়সি লক্ষ্য প্রথম গেম দাপুটে মেজাজে ২১-১০ জিতে নেওয়ার পর, দ্বিতীয় গেমে বিস্ময়জনকভাবে ১৮-২১ হেরে যান। তবে তৃতীয় গেমে ২১-১৬ জিতে ম্যাচ নিজের নামে করেন তিনি। মাত্র পঞ্চম ভারতীয় পুরুষ শাটলার হিসাবে গোল্ড মেডেল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন লক্ষ্য। তবে তিন গেমের লড়াইয়ে পরাজিত হলেন শ্রীকান্ত। তিনি ২১-১৩, ১৯-২১, ১০-২১ মালয়েশিয়ার জে ইয়নের কাছে হারলেন। এর ফলে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীকান্ত সিঙ্গাপুরের জিয়া হেংয়ের মুখোমুখি হবেন তিনি।


আরও পড়ুন: শাপমোচন! ১৬ বছর পর পদক জিতল ভারতীয় মহিলা হকি দল