বার্মিংহ্যাম: লন বল। খায় না মাথায় দেয়? এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) কিন্তু এই ইভেন্টেই সোনা জিতে নিয়েছেন ভারতের মেয়েরা। মহিলাদের লন বল ইভেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ১৭-১০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে তারা। কিন্তু অনেকেই জানে না যে আদৌ লন বল কী, বা কীভাবে খেলা হয় এই লন বল। আসুন জেনে নেওয়া যাক লন বলের খুঁটিনাটি -


লন বলের ফর্ম্যাট


সবুজ ঘাসের মাঠে এই লন বল খেলা হয়। মোট চারটে বিভাগ থাকে। সিঙ্গলস, পেয়ার্স, ট্রিপলস এবং ফোর্স বিভাগে খেলা হয় লন বল। অর্থাৎ সিঙ্গলস ইভেন্টও হয়। আবার পেয়ার্স মানে ডবলসের ইভেন্টও হয়। আবার তিন ও চার জনের ইভেন্টও হয়। ভারতীয় মেয়েরা যেমন লন বল ফোর্স বিভাগে জয় পেল। মাঠের ওপর রিঙ বা গোলাকৃতি থাকে। এমন ছয়টি রিঙ দেওয়া থাকে যার এক একটিতে আলাদা আলাদা করে খেলা হয়। টসের পর যিনি টস জেতেন তিনি ছোট মাপের একটি বল, যাকে বলা হয় জ্যাক, সেটি ওই রিঙয়ে গড়িয়ে দেন। মোট ২৩ মিটার দূরত্ব অতিক্রম না করলে তা নির্ধারণ করা হয় না। সেক্ষেত্রে প্রথম জ্যাকটি ২৩ মিটার দূরত্ব অতিক্রম করার পরই খেলা শুরু হয়। 


এরপর থেকে মাঠে থাকা ম্যাটে দাঁড়িয়ে একটি জ্যাকের মাধ্যমে আগের জ্যাকটির দিকে গড়িয়ে দেন প্রতিযোগীরা। লক্ষ্য থাকে বল জ্যাকে লাগানো। সেক্ষেত্রে যদি বল জ্যাকে না লাগে, তবে তা যত কাছে গিয়ে থামবে, সেই প্রতিযোগী তত বেশি পয়েন্ট পাবে। কিন্তু একেবারেই লক্ষ্যচ্যুত হলে পয়েন্ট বাতিল হয়ে যাবে। 


কত রাউন্ডের খেলা হয় এই লন বল?






সিঙ্গলস ম্যাচে একজন প্লেয়ার চারটি করে বল গড়িয়ে দেওয়ার সুযোগ পান। প্রতিটি দূরত্ব অতিক্রম করার পর পরের দূরত্বের পয়েন্ট নির্ধারিত হয়। মোট ২১ পয়েন্টের খেলা থাকে। যে এই নির্ধারিত পয়েন্ট আগে পাবেন, তিনিই জয়ী হবেন। পেয়ার্স এবং ট্রিপলস ম্যাচে এ রকম মোট ১৮টি রাউন্ড হয়। ফোর্স-এর ক্ষেত্রে ১৫টি রাউন্ড হয়। পুরোটাই পয়েন্টের ভিত্তিতে ফল নির্ধারণ হয়।


আরও পড়ুন: মহিলাদের লন বলে দুরন্ত পারফরম্যান্স, সোনা জয় টিম ইভেন্টে