বার্মিংহাম: তাঁর ওপর প্রত্যাশার পারদ ছিল গগনচুম্বী। হতাশ করেননি বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে দিলেন ভারতীয় পালোয়ান। প্রতিপক্ষকে কার্যত লড়াই করতে দেননি বজরঙ্গ। সোনা জিতে নিলেন তিনি।


 






ফাইনালে চার


কুস্তির শুরু থেকেই ছন্দে ছিলেন বজরঙ্গ। ইংল্যান্ডের জর্জ ব়্যামকে ১০-০ হারিয়ে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পৌঁছেছিলেন বজরঙ্গ। মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে শ্রীলঙ্কার নেথমি পোরুথোটেজকে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন অংশু মালিক। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন নাইজিরিয়ার ফোলাসেড আদেকুয়োরোয়ি। যিনি ২০১৪ ও ২০১৮, গত দুই কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সোনাজয়ী কুস্তিগীর। মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে তাঁর বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের অংশু মালিক (Anshu Malik)। যে কারণে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অংশুকে। কুস্তিতে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক এল অংশুর হাত ধরে।


মহিলাদের ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে ক্যামেরনের ইটানি এনগোলে-কে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন সাক্ষী মালিকও। পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে কানাডার অ্যালেকজান্ডার ম্যুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন দীপক পুনিয়াও।


পালোয়ানদের দাপট


কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে দশ পদক জিতেছে ভারত। কুস্তিতেও কি পদক জয় দুই অঙ্কের সংখ্যায় পৌঁছবে?


বার্মিংহামে ভারতীয় পালোয়ানদের দাপট চলছে। বজরঙ্গ পুনিয়া ও অংশু মালিক (Anshu Malik) পদক জিতেছেন। এবার বাকিদের পরীক্ষা।


আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার