নয়াদিল্লি: ভারতের দাবাপ্রেমীদের কিছুটা ধাক্কা খেতে হল সোমবার। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২তম গেমে চীনের ডিং লিরেনের কাছে হারতে হল ভারতের ডি গুকেশকে (D Gukesh vs Ding Liren)। ১২ রাউন্ডের পর ৬-৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ম্যাচ।


সমানে সমানে লড়াই চলছে দুই দাবাড়ুর। আগের দিন এগিয়ে যাওয়ার পর সোমবার হারলেন ডি গুকেশ। চীনের ডিং লিরেনের কাছে দ্বাদশ গেমে হার ভারতীয় দাবাড়ুর। ১২ রাউন্ডের পর দু'জনের পয়েন্টই সমান। ৬ পয়েন্ট করে রয়েছে দুজনেরই ঝুলিতে। বাকি রয়েছে আর দুই রাউন্ড। তার ওপরই নির্ভর করবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ভাগ্য।


শেষ পর্যন্ত যদি পয়েন্টের বিচারে দ্বৈরথ অমীমাংসিত থাকে, টাইব্রেকারে খেলার ফয়সালা হবে। আগের দিন একাদশ গেম জেতেন গুকেশ। তিনি এগিয়ে ছিলেন ৬-৫ পয়েন্টে। সোমবার এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতীয় দাবাড়ুর সামনে। কিন্তু এগিয়ে থাকার সুযোগ নষ্ট করলেন তিনি।


সোমবার শুরু থেকেই একটু চাপে ছিলেন ভারতীয় দাবাড়ু। সময়ের চাপে পড়ে যান তিনি। ১৫ চালের জন্য হাতে সময় ছিল মাত্র ৭ মিনিট। শেষ পর্যন্ত পারলেন না ডি গুকেশ। ৩৯তম চালের পর হার মানেন ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার।


আরও পড়ুন: ব্যাটে-বলে ফের প্রতিপক্ষের ত্রাস, হার্দিক-ক্রুণালদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও খেলবেন শামি


আগের গেম হারায় এদিন চাপ বেশি ছিল লিরেনের ওপর। সোমবার হারলে খেতাব কার্যত হাত থেকে বেরিয়েই যেত চীনের দাবাড়ুর। ১২তম গেমে গুকেশ দুই পয়েন্টে এগিয়ে গেলে শেষ দুটো গেম জিততেই হত চীনের প্রতিপক্ষকে। সাদা ঘুঁটি নিয়ে খেলার সম্পূর্ণ ফায়দা তোলেন লিরেন। শুরু থেকেই ভারতীয় দাবাড়ুকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন। দ্রুত চাল দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে একটু সময় নিয়ে ফেলেন গুকেশ।‌ সেখানেই তফাত হয়ে যায়।


২৪তম চালের পর বোর্ড প্রায় লিরেনের দখলে চলে আসে। শেষ পর্যন্ত ৩৯তম চলে এসে হার মানেন গুকেশ। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার আশা ছাড়ছেন না গুকেশ। ভারতীয় গ্র্যান্ডমাস্টার বলেছেন, 'এখনও দুটো গেম বাকি আছে। লড়াই করব। দু'জনেরই স্কোর সমান। তাই দু'জনেরই সুযোগ থাকছে।' মঙ্গলবার বিশ্রাম রয়েছে। বুধবার ১৩তম গেমে ফের মুখোমুখি হবেন দুই গ্র্যান্ডমাস্টার। 


আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।