নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী ‘আ সেঞ্চুরি ইজ নয় এনাফ’ কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্রের আত্মজীবনীও তাঁর খেলোয়াড় জীবনের মতোই আকর্ষণীয় হতে চলেছে। বইটি প্রকাশের আগেই যা জানা যাচ্ছে, তাতে আগ্রহ বেড়ে যাচ্ছে।


এই বইয়ে ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের জমানায় সৌরভের বাদ পড়া এবং দলে ফেরার জন্য লড়াইয়ের কথা গুরুত্ব পেয়েছে। সৌরভ লিখেছেন, চ্যাপেল তাঁকে বাদ দেওয়ার পর যখন দলে ফেরার জন্য লড়াই করছিলেন, তখন তাঁর বাবা প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায় খেলা ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু বাবার কথা না শুনে সৌরভ লড়াই চালিয়ে যান। তাঁর প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটের লোকগাথায় স্থান পেয়েছ।

আত্মজীবনীতে সৌরভ আরও লিখেছেন, ২০০৮ সালে ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ না পেয়ে তিনি ক্ষুব্ধ ও মোহমুক্ত হন। এই ঘটনার পরেই তিনি বুঝতে পারেন, নির্বাচকরা তাঁর সম্পর্কে কী ভাবছেন।

সৌরভ আরও লিখেছেন, ‘দল থেকে বাদ পড়ার কারণ জানতে ভারতের তৎকালীন অধিনায়ক অনিল কুম্বলেকে ফোন করি। ওকে সরাসরি প্রশ্ন করি, ও কি আমাকে ওর দলের স্বাভাবিক পছন্দের সদস্য মনে করে না? বরাবরের ভদ্র কুম্বলে আমার ফোন পেয়ে বিড়ম্বনার মুখে পড়ে। ও বলে, এ বিষয়ে নির্বাচকদের সঙ্গে কথা হয়নি। আমি আর একটা প্রশ্ন করি। ওর কাছ থেকে জানতে চাই, ও কি মনে করে, দল আমাকে চায়? কুম্বলে জবাব দেয়, ওর হাতে বিষয়টি থাকলে পরবর্তী টেস্ট সিরিজের দলে আমাকে নেবে। ওর এই কথা শুনে আমি আশ্বস্ত হই।’