সেঞ্চুরিয়ন: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সহজেই ১০৭ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই জয় নিয়ে কটাক্ষ করেন এক ভারতীয় ক্রিকেটপ্রেমী। তিনি ট্যুইটারে দাবি করেন, ঘরের মাঠে জয় নিয়ে বেশি উচ্ছ্বাস দেখানোর কারণ নেই। পাল্টা ট্যুইট করে স্টেইন বলেন, ‘আমার মনে হয় ভারতও ঘরের মাঠে জয় নিয়ে মাথা ঘামায় না। এ বিষয়ে ঈশ্বরের কিছু করার নেই।’

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৯৫ রান করেন কুইন্ট ডি কক। স্টুয়ার্ট ব্রড ও স্যাম কুরান চারটি করে উইকেট নেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৮১ রানে। ভেরনন ফিল্যান্ডার চারটি এবং কাগিসো রাবাডা তিনটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৭২ রানে অলআউট হয়ে যায়। পাঁচ উইকেট নেন জোফ্রা আর্চার। দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। রাবাডা চার উইকেট নেন।