অভিষেক টেস্টেই আট উইকেট ধনঞ্জয়ের, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতল শ্রীলঙ্কা
Web Desk, ABP Ananda | 10 Feb 2018 05:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ঢাকা: অভিষেক টেস্টেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন ২৪ রানে পাঁচ উইকেট। মূলত তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৫ রানে জিতে ১-০ ফলে সিরিজ জিতল শ্রীলঙ্কা। এই ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২২২ রানে অলআউট হয়ে যায়। কুশল মেন্ডিস ৬৮ ও রোশন সিলভা ৫৬ রান করেন। আবদুর রজ্জাক ও তাইজুল ইসলাম চার উইকেট করে নেন। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২২৬ রানে অলআউট হয়ে যায়। রোশন ৭০ রানে অপরাজিত থাকেন। ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ১২৩ রানে অলআউট হয়ে যায়। ধনঞ্জয়ের পাঁচ উইকেটের পাশাপাশি চার উইকেট নেন রঙ্গনা হেরাথ।