সেন্ট জন্স: ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনকে ‘নির্বোধ’ বলে তোপ দেগে দল থেকে বাদ পড়লেন ড্যারেন ব্র্যাভো। জিম্বাবোয়েতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছিল এই বাঁ হাতি ব্যাটসম্যানের। কিন্তু সম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে বোর্ড যে চুক্তি করেছে, তাতে ব্র্যাভোকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়ে ট্যুইট করে বোর্ড প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে তাঁর পদত্যাগ দাবি করেন ব্র্যাভো। এরপরেই তাঁকে বাদ দেওয়া হয়।


 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘অসঙ্গত’ এবং ‘অগ্রহণীয়’ আচরণের জন্যই ব্র্যাভোকে বাদ দেওয়া হয়েছে। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জেসন মহম্মদকে। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন তাঁর বদলে দলে নেওয়া হয়েছে লেগস্পিনার দেবেন্দ্র বিশুকে।