রণবীরের সিংহের সঙ্গে বিচ্ছেদের খবর উড়িয়ে দীপিকার মন্তব্য, সব ঠিক আছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Nov 2016 01:06 PM (IST)
মুম্বই: বেশ কয়েকদিন ধরে বলিউডের অলিতেগলিতে কান রাখলে শোনা যাচ্ছিল দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিচ্ছেদের খবর। কিন্তু এখবরের সত্যতা কার্যত উড়িয়ে দিয়ে দীপিকা এই প্রথমবার এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। দীপিকা জানিয়েছেন, তাঁদের মধ্যে সম্পর্ক এখনও অটুট রয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ও ছবি ঘোরাফেরা করছিল। বলা হচ্ছিল বিচ্ছেদের প্রভাব, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সাফল্যের পার্টিতে একসঙ্গে মজা করছেন প্রাক্তন প্রেমিক জুটি রণবীর কপূর-দীপিকা পাড়ুকোন। তখনই সেখানে উপস্থিত দীপিকার বন্ধুরা তাঁর এবং রণবীর সিংহের সম্পর্কের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চান। তখনই সমস্ত জল্পনা সরিয়ে দীপিকা জানান, তাঁদের সম্পর্ক একেবারেই অটুট রয়েছে।