নয়াদিল্লি: আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবকের হত্যার ঘটনার প্রতিবাদে সরব হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন অধিনায়ক ডারেন সামি বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হতে আইসিসি ও ক্রিকেট মহলের কাছে আর্জি জানিয়েছেন।

গত সপ্তাহে আমেরিকায় হ্যান্ডকাফে হাত বাঁধা অবস্থায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবকের গলায় হাঁটু চেপে ধরেছিলেন এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। জর্জ চিত্কার করছিলেন, আমার দম বন্ধ হয়ে আসছে। এরপর তাঁর মৃত্যু হয়।এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলছে আমেরিকা জুড়ে। এই ঘটনার প্রতিবাদে একাধিক ট্যুইট করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। এই ট্যুইটের মাধ্যমে বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গদের যে বৈষম্যের শিকার হতে হয়, তা তুলে ধরেছেন তিনি। তাঁর ট্যুইট-এই ভিডিও দেখে বর্ণের ভিত্তিতে যদি ক্রিকেট বিশ্ব এখনই ক্রিকেট বিশ্ব রুখে না দাঁড়ায় তবে আপনারাও এই সমস্যার অংশ হয়ে উঠবেন। এই বর্ণবিদ্বেষ শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে সামি বলেছেন, সারা বিশ্বেই কৃষ্ণাঙ্গদের নিত্যদিনই এই সামাজিক অভিশাপের শিকার হতে হয়।

সামির আগে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলও বর্ণবিদ্বেষের প্রতিবাদে এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন। গেইলের অভিযোগ, তাঁরকেরিয়ারে তিনিও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে গেইল লিখেছিলেন, বর্ণবিদ্বেষএখন আর শুধুমাত্র ফুটবলেই সীমাবদ্ধ নেই। তা পুরোদস্তুর রয়েছে ক্রিকেটেও। গেইল বলেছেন, ‘প্রত্যেকের বাঁচার অধিকারের মতো কৃষ্ণাঙ্গদেরওবাঁচার অধিকার আছে। সবার জীবনের মূল্য সমান। বর্ণবিদ্বেষীদের প্রতি ধিক্কার।কৃষ্ণাঙ্গদের বোকা ভেবো না। কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদেরছোট ভেবে নীচে নামিও না।আমি কৃষ্ণাঙ্গ বলেই শক্তিশালী ও গর্বিত।