পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ রেফারি বুন
Web Desk, ABP Ananda | 23 Sep 2019 12:54 PM (IST)
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে জোয়েল উইলসন ও মাইকেল গফকে।
করাচি: শ্রীলঙ্কার আসন্ন পাকিস্তান সফরে টি-২০ ও একদিনের সিরিজে ম্যাচ রেফারি নিযুক্ত হলেন ডেভিড বুন। ৫৮ বছর বয়সি অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারই বর্তমানে সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারি। ২০১১ থেকে এখনও পর্যন্ত তিনি ১৩৫টি একদিনের আন্তর্জাতিক এবং ৫১টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন। সেই কারণেই তাঁকে এই হাই-প্রোফাইল সিরিজের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে জোয়েল উইলসন ও মাইকেল গফকে। এ বছরের পাকিস্তান সুপার লিগের ফাইনালেও আম্পায়ার হিসেবে ছিলেন গফ। সেই ম্যাচটি হয়েছিল করাচিতে। সেই কারণেই গফকে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে আলিম দার, এহসান রাজা, শোয়েব রাজা ও আসিফ ইয়াকুবকে।