বেঙ্গালুরু: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, দারুণ নজির গড়লেন বাঁ হাতি ওপেনার শিখর ধবন। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৭,০০০ রান করলেন। এই ম্যাচের বাউন্ডারি মেরেই ৭,০০০ রান পূরণ করেন তিনি। এই ম্যাচে ৩৬ রান করে আউট হন তিনি।


ক্রিকেটদুনিয়ার ১৫-তম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন ধবন। ভারতীয়দের মধ্যে এর আগে বিরাট কোহলি (৮,৫৪৭ রান), সুরেশ রায়না (৮,৩৯২) ও রোহিত শর্মা (৮,৩০৩ রান) আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৭,০০০-এর বেশি রান করেন। তবে সবার আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি ১৩,০২১ রান করেছেন। তাঁর পিছনে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম (৯,৯২২ রান) ও ক্যারিবিয়ান অলরাউন্ডার কিয়েরন পোলার্ড (৯,৬০১ রান)। গেইল, ম্যাকালাম ও পোলার্ডই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৯,০০০-এর বেশি রান করেছেন।