বেঙ্গালুরু: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার। গতকাল ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে কাগিসো রাবাডার বলে হার্দিক পাণ্ড্যর ক্যাচ নিয়ে এই রেকর্ড স্পর্শ করেন তিনি। এর আগে এককভাবে এই রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব মালিকের। তিনি ১১১ ম্যাচে ৫০টি ক্যাচ নেন। মিলার ৭২ ম্যাচেই ৫০টি ক্যাচ নিলেন।
আন্তর্জাতিক টি-২০ সবচেয়ে ক্যাচ নেওয়া ফিল্ডারদের তালিকায় মিলার ও শোয়েবের পর তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (৭৮ ম্যাচে ৪৪ ক্যাচ)। এরপর আছেন রস টেলর (৯০ ম্যাচে ৪৪ ক্যাচ) ও সুরেশ রায়না (৭৮ ম্যাচে ৪২ ক্যাচ)।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ, শোয়েব মালিকের রেকর্ড স্পর্শ করলেন ডেভিড মিলার
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2019 12:12 PM (IST)
এর আগে এককভাবে এই রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব মালিকের। তিনি ১১১ ম্যাচে ৫০টি ক্যাচ নেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -