মেলবোর্ন: শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৮ বলে ১৫৬ রানের চোখধাঁধানো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতানোর পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও ছুঁলেন ডেভিড ওয়ার্নার। ২০০০ সালে একদিনের ম্যাচে সাতটি শতরান করেছিলেন সৌরভ। এ বছর সমসংখ্যক শতরান করে ফেললেন ওয়ার্নার। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু সচিন তেন্ডুলকর। ১৯৯৮ সালে একদিনের ম্যাচে ৯টি শতরান করেছিলেন সচিন।

এ বছরের শুরু থেকেই অসাধারণ ফর্মে আছেন ওয়ার্নার। গত মঙ্গলবার ক্যানবেরায় ১১৫ রান করেন তিনি। এরপর শুক্রবারও শতরান করে দলকে জেতালেন এই ওপেনার। তাঁর অনবদ্য ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১১৭ রানে ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া। ওয়ার্নাররা সিরিজের তিনটি ম্যাচেই জয় পেলেন।