ওয়ার্নারের অসাধারণ শতরান, চতুর্থ একদিনের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
Web Desk, ABP Ananda | 22 Jan 2017 06:39 PM (IST)
সিডনি: ওপেনার ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী শতরানের সুবাদে চতুর্থ একদিনের ম্যাচে পাকিস্তানকে ৮৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একদিনের সিরিজেও হেরে গেল পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৩ রান করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৫৫ বলে ১৩০ রানের অসাধারণ ইনিংস খেলেন। ট্রেভিস হেড (৫১), অধিনায়ক স্টিভ স্মিথও (৪৯) ভাল ব্যাটিং করেন। শেষদিকে ৭০ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। পাকিস্তানের পেসার হাসান আলি ৫২ রান দিয়ে ৫ উইকেট নেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতে আজহার আলির (৭) উইকেট হারালেও, শার্জিল খানের (৭৪) লড়াইয়ের ফলে আশায় ছিল পাকিস্তান। কিন্তু তিনি ফিরে যাওয়ার পর অন্য কোনও ব্যাটসম্যানই দলকে জয়ের ধারেকাছে নিয়ে যেতে পারেননি। ৪৩.৫ ওভারে ২৬৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।