অ্যাডিলেড: টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে ৩৩৫ করে অপরাজিত রইলেন তিনি। ২০১২ সালে ভারতের বিরুদ্ধে মাইকেল ক্লার্ক অপরাজিত ৩২৯ রান করেছিলেন। তার সাত বছর পর কোনও অস্ট্রেলিয়া ক্রিকেটারের টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি।

২০১৬ সালে করুণ নায়ারের পর এটাই টেস্টে কোনও ব্যাটসম্যানের প্রথম ট্রিপল সেঞ্চুরি। আর বাঁহাতিদের মধ্যে কুমার সঙ্গকারা ২০১৪ সালে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তারপর করলেন ওয়ার্নার।

ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার। এতদিন ব্র্যাডম্যানের ২৯৯ ছিল অ্যাডিলেডে টেস্টে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। সেই রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার। পাশাপাশি ব্র্যাডম্যান ও মার্ক টেলরের টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসের (৩৩৪) রেকর্ডও ভেঙে দিলেন তিনি। অস্ট্রেলীয়দের মধ্যে এখন টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ওয়ার্নারের এই অপরাজিত ৩৩৫ রান। তালিকার শীর্ষে ম্যাথু হেডেন। তাঁর টেস্টে সর্বোচ্চ স্কোর ৩৮০।

শনিবার অবশ্য ওয়ার্নার ঝড়ের সামনে হেডেনের স্কোর, এমনকী ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ডও সুরক্ষিত দেখাচ্ছিল না। তবে দলের স্কোর যখন ৫৮৯/৩, ওয়ার্নার অপরাজিত ৩৩৫ রানে, ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।

৩৮৯ বলে ট্রিপল সেঞ্চুরি সম্পূর্ণ করলেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা চতুর্থ দ্রুততম। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির নজির ভারতের বীরেন্দ্র সহবাগের। ২০০৭-০৮ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সহবাগ।