বেঙ্গালুরু: চেনা সংহারমূর্তিতে অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে জ্বলে উঠল ওয়ার্নারের ব্যাট। ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ভর করে ৩৩৪ রান তুলল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১১৯ বলে ১২৪ রান করেন। এটি ওয়ার্নারের শততম একদিনের ম্যাচ। সেই শততম ম্যাচেই শতরানের কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন তিনি। তাঁর আগে যাঁরা শততম ম্যাচে শতরান করেছেন তাঁরা হলেন, গর্ডন গ্রিনিজ, ক্রিস কেয়ার্নস, মহম্মদ ইউসুফ, কুমার সঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কাস ট্রেসকোথিক, রামনরেশ সারওয়ান। ১০০ টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ার্নার। তাঁর আগে রয়েছেন হাসিম আমলা। এক্ষেত্রে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন তিনি। কোহলির স্থান এই তালিকায় পঞ্চম। ১০০ ম্যাচ খেলার পর সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড রয়েছে আমলার দখলে। তাঁর রান ৪৮০৮। এই তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ার্নারের রান ৪২১৭। তৃতীয় স্থানে গ্রিনিজ। তাঁর রান ৪১৭৭। চতুর্থ ভিভ রিচার্ডস (রান ৪১৪৬), পঞ্চম কোহলি (৪১০৭)। এদিনের মারকাটারি ইনিংসের আগে চলতি সিরিজে ওয়ার্নারকে চেনা ছন্দে দেখা যায়নি। শেষ ছয়টি একদিনের ম্যাচে তার রান যথাক্রমে ১৮, ৪০ অপরাজিত, ২১, ২৫,১ ও ৪২।