ব্রিসবেন: শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম রাউন্ডের খেলা। তবে সুপার ১২ পর্ব শুরু হতে এখনও খানিকটা দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে কাল গাব্বায় মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত (IND vs AUS)। প্রস্তুতি ম্যাচ হলেও, দুই হেভিওয়েটের ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি নেই। তবে সেই ম্যাচে সম্ভবত মাঠে নামতে পারবেন না ডেভিড ওয়ার্নার (David Warner)।
ঘাড়ে চোট
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচে খেলার সময় ঘাড়ে চোট পান ওয়ার্নার। তৃতীয় টি-টোয়েন্টিতে তাই তাঁকে ছাড়াই মাঠে নামে অস্ট্রেলিয়া। কাল ভারতের বিরুদ্ধেও ওয়ার্নারের খেলা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন ওয়ার্নারের চোটের বিষয়ে আপডেট দিতে গিয়েই তাঁর কালকের ম্যাচে খেলার বিষয়ে সংশয় প্রকাশ করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে না খেললেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ওয়ার্নার খেলবেন বলে জানান ফিঞ্চ।
তিনি বলেন, 'আমার মনে হয় ও নিউজিল্যান্ড ম্যাচের আগে নিঃসন্দেহে ঠিক হয়ে যাবে। ওর মাথায় আঘাত লাগার পরে ও ঠিকই ছিল। কিন্তু পরের দিন ওর ঘাড়ে ব্যথা শুরু হয়। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবটা খতিয়ে দেখতে হবে। ও ফিট হলে তো (ভারতের বিরুদ্ধে) মাঠে নামবেই। তবে যদি সম্পূর্ণ ফিট না হয়, তাহলে আমরা ঝুঁকি নেব না। অভিজ্ঞ খেলোয়াড়রা জানে বড় টুর্নামেন্টের আগে কী করে নিজেদের প্রস্তুত করতে হয়। তাই ওরা (প্রস্তুতি ম্য়াচ) থেলল বা না খেলল, তাতে খুব বেশি কিছু যায় আসে না।'
অজিভূমে পৌঁছলেন সিরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোট আঘাতে জেরবার ভারতীয় দল। মূল দলে থাকা যশপ্রীত বুমরা চোটে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে রিজার্ভে থাকা মহম্মদ শামি সুযোগ পেয়েছেন মূল দলে। ভারতীয় দলের রিজার্ভে থাকা আরেক খেলোয়াড় দীপক চাহারও চোটের কবলে। তাই দলে বেশ কিছু বদল করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমে বিশ্বকাপের মূল দল বা রিজার্ভেও না থাকা মহম্মদ সিরাজ সুযোগ পেয়েছেন। তবে ১৫ জনের স্কোয়াড নয়, বরং রিজার্ভেই রাখা হয়েছে সিরাজকে। আজ, রবিবারই (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ায় পৌঁছেও গেলেন সিরাজ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্টোরিতে সিরাজ ব্রিসবেনের বিমানবন্দের ছবি দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিনকয়েক আগে শেষ হওয়া ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফর্ম করে সিরিজ সেরা হয়েছিল মহম্মদ সিরাজ। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই মূলত সুযোগ পেলেন ইনফর্ম সিরাজ।
আরও পড়ুন: