নয়াদিল্লি: ডন ব্র্যাডম্যানের সঙ্গে একাসনে বসলেও, বীরেন্দ্র সহবাগকে টপকাতে পারলেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিজ ওয়ার্নার। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে কম সময়ে শতরান করার রেকর্ড সহবাগের দখলেই থাকল। ২০০৬ সালে সেন্ট লুসিয়া টেস্টে প্রথম ইনিংসে ২৫.৩ ওভারের মধ্যেই শতরান পূরণ করেছিলেন সহবাগ। ওয়ার্নার শতরান করলেন ২৬.২ ওভারে।





সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিন লাঞ্চের আগেই শতরান করে কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের নজির স্পর্শ করেছেন ওয়ার্নার। ৮৭ বছর আগে অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম দিন প্রথম সেশনেই শতরান করেছিলেন ব্র্যাডম্যান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব দেখালেন ওয়ার্নার।

আরও পড়ুন, ব্র্যাডম্যানের নজির ছুঁলেন ওয়ার্নার, প্রথম শতরান ম্যাট রেনশ-র