সিডনি: দু বছর আগে সিডনিতেই বাউন্সারে আঘাত পেয়ে প্রাণ হারান ফিলিপ হিউজেস। সেই মাঠেই পাকিস্তানের বাঁ হাতি পেসার মহম্মদ আমিরের বাউন্সার হেলমেটে লেগে মাটিতে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ম্যাট রেনশ। ফলে সিডনিতে ফিরল হিউজেস-আতঙ্ক। তৃতীয় টেস্টের প্রথম দিন অসাধারণ ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার ও রেনশ। লাঞ্চের আগেই শতরান পূরণ করার পরে ১১৩ রানে ফিরে যান ওয়ার্নার। তবে দিনের শেষে ১৬৭ রানে অপরাজিত রেনশ। আরও পড়ুন, ব্র্যাডম্যানের নজির ছুঁলেন ওয়ার্নার, প্রথম শতরান ম্যাট রেনশ-র শতরান পূরণ করার আগে অবশ্য আমিরের বলে হেলমেটে আঘাত পান রেনশ। তিনি বলের লাইন থেকে মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি। বলটি তাঁর হেলমেটের গ্রিলে লাগে। মাটিতে পড়ে যান রেনশ। দেখুন সেই ভিডিও