পুণে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে প্রথম দিন ২-০-তে এগিয়ে গেল ভারত৷ প্রথম সিঙ্গলসে নিউজিল্যান্ডের ফিন টিয়ার্নিকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন ভারতের ইউকি ভামব্রি৷ ২ ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে ইউকি জেতেন ৬-৪, ৬-৪, ৬-৩৷ পিছিয়ে থেকেও প্রথম দু’টি সেটে কামব্যাক করে জয় পান ইউকি৷ তৃতীয় সেটটি সহজেই পকেটে পোরেন তিনি৷
টাইয়ের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে জোস স্ট্যাথামের মুখোমুখি হন রামকুমার রামানাথন৷ তিনিও জেতেন স্ট্রেট সেটে। রামকুমারের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-৩।
এশিয়া/ওশেনিয়া গ্রুপ ১ এর টাইয়ে প্রথম দিনই ২-০ এগিয়ে যাওয়ার পর টাই জেতার পথে ভারত। আগামীকাল ডাবলসের লড়াইয়ে নামবেন লিয়েন্ডার পেজ ও বিষ্ণু বর্ধন। তাঁদের প্রতিপক্ষ আর্টেম সিটাক ও মাইকেল ভেনাস। এই ম্যাচ জিতলে লিয়েন্ডার বিশ্বরেকর্ড গড়বেন এবং ভারত টাই জিতবে।
ডেভিস কাপ টাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়ে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
03 Feb 2017 08:06 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -