দশম আইপিএল থেকে সরলেন পিটারসেন
Web Desk, ABP Ananda | 03 Feb 2017 05:44 PM (IST)
লন্ডন: গত কয়েক মাস ধরে টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই এ বছরের আইপিএল থেকে সরে দাঁড়ালেন কেভিন পিটারসেন। আইপিএল-এ নিলামের আগেই ট্যুইট করে না খেলার কথা জানিয়ে দিয়েছেন পিটারসেন। গত বছরের আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন পিটারসেন। চারটি ম্যাচ খেলার পরেই চোট পেয়ে ছিটকে যান এই মারকুটে ব্যাটসম্যান। পুণের দলটি তাঁকে ছেড়ে দেয়। সম্প্রতি বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ লিগে খেলেছেন পিটারসেন। কিন্তু তিনি আইপিএল থেকে নাম তুলে নিলেন। বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ খেলার জন্য মুখিয়ে থাকেন। চোট না থাকলে কেউই আইপিএল থেকে নাম তুলে নেন না। সেই কারণেই পিটারসেনের সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন। তবে অনেকেই আবার বলছেন, এবারের আইপিএল-এ কোনও দলই পিটারসেনকে নিতে চাইছিল না। সেই কারণেই হয়তো তিনি নিজে সরে গেলেন।