কলকাতা: ইডেনে ভারত-বাংলাদেশের দিন-রাতের টেস্ট ম্যাচে দর্শকদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘দেখুন কত দর্শক এসেছেন। দর্শকদের উৎসাহ দেখতে পাচ্ছেন? টেস্ট ম্যাচে এই দৃশ্য দেখেছেন? শেষ কবে টেস্ট ম্যাচে গ্যালারি ভর্তি ছিল? দেখে মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল হচ্ছে।’
সৌরভ আরও বলেছেন, ‘আমার দারুণ লাগছে। ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেট এরকমই ভরা স্টেডিয়ামে হওয়া উচিত।’
সৌরভের প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড় বলেছেন, দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে পারলে তিনি খুশি হতেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘ও অত্যন্ত সহৃদয়। সতীর্থরা প্রশংসা করে খুব ভাল লাগে। বিশেষ করে ওর প্রশংসায় আলাদা অনুভূতি হয়। আমি খুব খুশি। নিজেকে তৃপ্ত মনে হচ্ছে। আমাদের সময় টি-২০ ক্রিকেট সবে শুরু হয়। এখন সেটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। গোলাপি বলের টেস্টের ভবিষ্যৎ নিয়ে এখনও মন্তব্য করার সময় আসেনি। তবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলি ভারতের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ম্যাচ খেললে দর্শকদের উন্মাদনা পাগলামি কোন পর্যায়ে পৌঁছে যাবে সেটা ভেবে দেখুন।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ইডেনে গ্যালারি ভর্তি দর্শকের সামনে দিন-রাতের টেস্ট ম্যাচ বিশ্বকাপ ফাইনালের মতো মনে হচ্ছিল, বলছেন সৌরভ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Nov 2019 05:06 PM (IST)
সৌরভ আরও বলেছেন, ‘আমার দারুণ লাগছে। ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেট এরকমই ভরা স্টেডিয়ামে হওয়া উচিত।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -