বর্তমানে ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার জাডেজা। তিনি সবসময়ই আলোচনায় থাকেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সবসময় দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বিরাটের মতে, ফিটনেসের ক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে জাডেজা। ভারতীয় দলের অনুশীলনের সময় জাডেজাকে দৌড়ে হারানো অসম্ভব, ফিটনেসের প্রশংসা করে জানালেন বিরাট
Web Desk, ABP Ananda | 25 Nov 2019 02:35 PM (IST)
বর্তমানে ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার জাডেজা।
ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বরাবরই ফিটনেসের উপর জোর দেন। তিনি নিজে যেমন ফিটনেস বজায় রাখেন, তেমনই চান দলের সবাই পুরোপুরি ফিট থাকুন। তবে সতীর্থদের মধ্যে আলাদা করে একজনের ফিটনেসের প্রশংসা করেছেন বিরাট। তাঁর ট্যুইট, ‘গ্রুপ কন্ডিশনিং সেশন সবসময় ভাল লাগে। আর জাড্ডু (জাডেজা) যখন গ্রুপে থাকে, তখন ওকে দৌড়ে হারানো প্রায় অসম্ভব।’