লন্ডন: ইংল্যান্ডে দিন-রাতের টেস্ট আয়োজনের প্রথম ধাপ হিসেবে পরীক্ষামূলকভাবে একটি ক্লাব ম্যাচ হতে চলেছে। ২২ থেকে ২৪ অগাস্ট এজবাস্টনে ওয়ারউইকশায়র কাউন্টির দ্বিতীয় দলের সঙ্গে ওরচেস্টারশায়রের তিনদিনের ম্যাচ হবে। প্রথমে ম্যাচটি হওয়ার কথা ছিল বার্ন্ট গ্রিন ক্রিকেট ক্লাবের মাঠে। কিন্তু সেখানে ফ্লাডলাইট না থাকায় এডবাস্টনে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে।


 

ইংল্যান্ডে ক্রিকেটের মরশুমে সূর্যের আলো সবচেয়ে বেশি সময় পর্যন্ত পাওয়া যায়। ফলে সেদেশে দিন-রাতের টেস্ট আয়োজনের যৌক্তিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস দিন-রাতের টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

 

ইসিবি-র ক্রিকেট অপারেশনসের প্রধান অ্যালান ফোর্ডহ্যাম বলেছেন, বিশ্বের অন্যত্র গোলাপি বলে দিন-রাতের প্রথম শ্রেণির ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছে। ইংল্যান্ডে প্রথম শ্রেণির ম্যাচে দর্শক সংখ্যা বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে। এজবাস্টনের ম্যাচটির দিকে নজর রাখা হচ্ছে। এই ম্যাচ সফল হলে এখানেই ইংল্যান্ড দিন-রাতের টেস্ট খেলতে পারে।