নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়ামে প্লে-অফে নিজেদের স্থান পাকা করার লক্ষ্যে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (DC vs CSK)। সিএসকের কাছে প্লে-অফে পৌঁছতে এই ম্যাচ সিএসকের জন্য গুরুত্বপূর্ণ হলেও, দিল্লি ক্যাপিটালস কিন্তু স্রেফ সম্মানরক্ষার্থেই এই ম্যাচে নেমেছে। এই ম্যাচেই  ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠল সিএসকের ওপেনিং জুটি।


ডেভন কনওয়ে (Devon Conway) এবং রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দুরন্ত ওপেনিং পার্টনারশিপে ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২৩/৩ রান তুলল সিএসকে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) । সিএসকের হয়ে গোটা মরসুমের সিংহভাগ ম্যাচেই রুতুরাজ ও কনওয়ে শুরুটা ভালই করেছেন। এই ম্যাচে তো দুইজনেই প্রথম থেকে আগ্রাসী ছন্দে ব্যাট করে দিল্লির বোলারদের চাপে ফেলেন। পাওয়ার প্লে-র ছয় ওভারে ৫২ রান তুলে ফেলে সিএসকে। মাত্র ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রুতু। কনওয়ের হাফসেঞ্চুরি আসে ৩৩ বলে।


স্পিন হোক বা ফাস্ট বোলিং, কোটলার পিচে দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সিএসকে ওপেনারদের দুরন্ত ছন্দে দেখায়। রুতুরাজ হু হু করে শতরানের দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু বাধ সাধেন চেতন সাকারিয়া। দিল্লির বাঁ-হাচতি বোলারের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়েই আউট হন রুতু। রানের গতি ধরের লক্ষ্যে তিন নম্বরে ছন্দে থাকা পাওয়ার হিটার শিবম দুবেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় সিএসকে ম্যানেজমেন্ট। তিনি হতাশ করেননি। মাত্র নয় বলে ২২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি।


খলিল আমেদের বলে শিবম দুবে আউট হওয়ার পর শেষ ১০ বলে ব্যাট হাতে উপস্থিত দর্শকদের প্রত্যাশামতোই মাঠে নামেন ধোনি। এ মরসুমে এর আগেও শেষের দিকে ব্যাটে নেমে ধোনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। বড় শট হাঁকিয়েছেন। কিন্তু এদিন এমন কিছুই হল না। চার বলে মাত্র পাঁচ রান করেন তিনি। বরং জাডেজা সাত বলে ২০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। প্রসঙ্গত, কনওয়েও ৮৭ রানে আউট হয়ে শতরান হাতছাড়া করেন। এই বড় রান তাড়া করে জয় দিয়ে দিল্লি মরসুম শেষ করতে পারে কি না, সেটাই দেখার।


আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি