আবু ধাবি: আইপিএল-এ আজ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের লড়াই। চলতি আইপিএল-এ আজ দু’দলই তৃতীয় ম্যাচ খেলতে নামছে। প্রথম দু’টি ম্যাচই জিতে এখন লিগ টেবলের শীর্ষে দিল্লি। অন্যদিকে, এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি হায়দরাবাদ। ফলে আজ দু’টি দল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে খেলতে নামছে। একটি দলের সামনে এগিয়ে যাওয়ার লড়াই, অন্য দলটির কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ।
প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সুপার ওভারে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সহজেই হারিয়ে দেয় শ্রেয়স আয়ারের দল। উল্টোদিকে, হায়দরাবাদ প্রথম ম্যাচে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এরপর তারা দ্বিতীয় ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে।
দিল্লির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন পৃথ্বী শ, কাগিসো রাবাডারা। কিন্তু এখনও কোনও ম্যাচ উইনারের সন্ধান পায়নি ডেভিড ওয়ার্নারের দল। মণীশ পাণ্ডে, ভুবনেশ্বর কুমাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন বটে, কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট নয়। ব্যাটিংয়ে পার্টনারশিপ গড়তে হবে ওয়ার্নারদের। একইসঙ্গে বোলারদেরও আরও ভাল পারফরম্যান্স দেখানো জরুরি।
আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে দিল্লি ও হায়দরাবাদ। এর মধ্যে ৯টি ম্যাচ জিতেছে হায়দরাবাদ এবং ৬টি ম্যাচ জিতেছে দিল্লি। দু’দলের শেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে তিনটি ম্যাচই জিতেছে হায়দরাবাদ। বর্তমান পরিস্থিতিতে এই রেকর্ডই কিছুটা আশা জোগাতে পারে ওয়ার্নারদের।
DC vs SRH, IPL Head to Head: আজ লিগ টেবলের শীর্ষে থাকা দিল্লির সঙ্গে এখনও জয় না পাওয়া হায়দরাবাদের লড়াই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2020 04:59 PM (IST)
দিল্লির বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে হায়দরাবাদ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -