DC vs SRH, LIVE IPL 2020 LIVE Score Updates: ধবনের ৭৮, হেটমায়ারের ঝোড়ো ৪২, দিল্লি ১৮৯/৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Nov 2020 09:22 PM (IST)
আজ যে দল জিতবে, ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে।
আবু ধাবি: আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৮৯ রান করল দিল্লি ক্যাপিটালস। সর্বোচ্চ ৭৮ রান করলেন শিখর ধবন। তাঁর ৫০ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। অপর ওপেনার মার্কাস স্টোইনিস করেন ৩৮ রান। তিন নম্বরে নামা অধিনায়ক শ্রেয়স আয়ার ২১ রান করেন। শিমরন হেটমায়ার শেষদিকে ঝোড়ো ইনিংস খেলে দলের রান বাড়ান। তিনি ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। ঋষভ পন্থ ২ রানে অপরাজিত থাকেন। দিল্লির ওপেনিং জুটিতে যোগ হয় ৮৬ রান। সেই সময় মনে হচ্ছিল, ধবনরা হয়তো ২০০-র বেশি রান করবেন। কিন্তু মাঝে রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। তবে হেটমায়ার ক্রিজে আসার পর ফের রানের গতি বাড়ে। যদিও শেষপর্যন্ত ২০০ রান উঠল না। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা, জেসন হোল্ডার ও রশিদ খান।