সেঞ্চুরিয়ন: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে একে ০-২ পিছিয়ে, তার উপর অধিনায়ক ফাফ দু প্লেসির পর এবার সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককও। কবজির চোটের জন্য তাঁকে দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার সমস্যা বাড়ল। তবে ডি ককের বদলে কাউকে দলে নেওয়া হচ্ছে না।


দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মহম্মদ মুসাজি বলেছেন, ‘রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাট করার সময় কুইন্টনের বাঁ হাতের কবজিতে চোট লাগে। চোটের জায়গায় প্রচণ্ড যন্ত্রণা ও অস্বস্তি হচ্ছিল। ওর কবজি ফুলে গিয়েছে এবং হাড়ে মারাত্মক আঘাত লেগেছে। এই ধরনের চোট সারাতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগে। ফলে ও ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি ম্যাচগুলি এবং টি-২০ সিরিজে খেলতে পারবে না। ক্রিকেট সাউথ আফ্রিকার চিকিৎসক দল ওকে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুস্থ করে তোলার চেষ্টা করবে।’