নয়াদিল্লি: খেলা চলাকালীন কীভাবে শান্ত থাকতে হয়, সেটা না কী ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে শিখিয়েছেন এবি ডিভিলিয়ার্স। এমনই জানালেন দক্ষিণ আফ্রিকার এই তারকা। তিনি আরও বলেছেন, বিরাটই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান।
বিরাটের মতোই চোটের জন্য এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে পারেননি ডিভিলিয়ার্স। একই দলে খেলার সুবাদে তাঁরা ভাল বন্ধু। মাঠের মতো মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্ব অটুট। বিরাটের চেয়ে বয়স ও অভিজ্ঞতায় এগিয়ে ডিভিলিয়ার্স। সেই কারণে ভারতের এই তারকাকে সবসময় প্রয়োজনীয় পরামর্শ দেন ডিভিলিয়ার্স।
বিরাট সম্পর্কে ডিভিলিয়ার্স বলেছেন, ‘আমি ওর থেকে কয়েক বছরের বড়। আমিও শুরুতে ওর মতোই ছিলাম। প্রচুর পরিশ্রম করতাম, দক্ষতা ও শক্তি উজাড় করে দিতাম। খেলা নিয়ে অত্যন্ত প্যাশনেট ছিলাম। কোনওদিনই হারতে চাইতাম না। বিরাটের প্যাশন আমি পছন্দ করি। ওর জন্যই এই বয়সেও খেলার প্রতি আমার ভালবাসা একইরকম আছে।’
বিরাটকে পরামর্শ দেওয়া প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেছেন, ‘আমি ওকে চাপের মুখে শান্ত থাকা এবং প্যাশনকে দূরে সরিয়ে রেখে স্পষ্ট ও ঠিক সিদ্ধান্ত নেওয়া শিখিয়েছি। আমার মনে হয় ও এটা শিখছে। বিরাট অবশ্যই বিশ্বের সেরা ব্যাটসম্যান। কীভাবে সব ফর্ম্যাটে খেলতে হয় সেটা ও জানে।’
চাপের মুখে শান্ত থাকা শিখিয়েছি বিরাটকে: ডিভিলিয়ার্স
Web Desk, ABP Ananda
Updated at:
07 Apr 2017 06:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -