রিও: ডেফলিম্পিক্সে এবার সোনা জয় ভারতের। ব্রাজিলে চলছে ২৪ তম ডেফলিম্পিকস (Deaflympics)। সেখানেই ১০ মিটার এয়ার রাইফেল শ্য়ুটিং ইভেন্টে সোনা জিতলেন ধনুশ শ্রীকান্ত (Dhanush Srikanth)। সেই একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের আরেক তরুণ শ্যুটার শৌর্য সাইনিও। 


টুর্নামেন্টের তৃতীয় দিনে নেমেছিলেন ২ ভারতীয় শ্য়ুটার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফাইনালে ৮ জন অংশ নিয়েছিলেন। সেখানে ২৪৭.৫ রেকর্ড স্কোর করেন ধনুশ। দক্ষিণ কোরিয়ার কিম উ ২৪৬.৬ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ভারতের শৌর্য সাইনি ২২৪.৩ স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেন। 


প্রাক্তন অলিম্পিক পদকজয়ী শুটার গগন নারাং ধানুশ ও শৌর্যকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি টুইটে লিখেছেন, ''যখন দুটি ভারতীয় পতাকা একসঙ্গে পোডিয়ামে দেখা যাচ্ছে, তখন এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। ধনুশ এবং শৌর্যের সাহসিকতা সমগ্র ভারতকে গর্বিত করেছে। আপনাদের উদ্যম, আবেগ এবং কঠোর পরিশ্রমকে সালাম জানাচ্ছি।''


ব্যাডমিন্টনে পদক পেয়েছে ভারত


এই বধির অলিম্পিকে ব্যাডমিন্টন টিম ইভেন্টেও সোনা পেয়েছে ভারত। ভারতীয় দল ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে এখানে সোনা জিতেছে। বর্তমানে, ভারতীয় দল দুটি সোনা এবং একটি ব্রোঞ্জ নিয়ে পদক টেবিলের অষ্টম স্থানে রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে ইউক্রেন। তাদের ঝুলিতে রয়েছে ১৯টি সোনা, ৬টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। 


ঋদ্ধিকে হুমকি দিয়ে বিপাকে সাংবাদিক


জাতীয় দলের (Team India) উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) গোটা ঘটনা খতিয়ে দেখতে গড়েছিল তদন্ত কমিটি। নিরপেক্ষ তদন্তের পর জনৈক সাংবাদিককে দোষী সাব্যস্ত করে বোর্ড। শাস্তিস্বরূপ, ওই সাংবাদিককে ২ বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।


আগেই ইঙ্গিত মিলেছিল। তাতেই সিলমোহর পড়ল বুধবার। ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ায় জনৈক সাংবাদিকের ওপর দু'বছরের নিষেধাজ্ঞা চাপাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ১৯ ফেব্রুয়ারি রাতের দিকে ট্যুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন ঋদ্ধি। সঙ্গে লিখেছিলেন, 'ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।'