সৌমিত্র রায়, কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) সচিব বনাম ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের বিবাদে সরগরম কলকাতা ময়দান। বাগান সচিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। সাংবাদিক বৈঠক করে ইস্টবেঙ্গল কর্তা রজত গুহ অভিযোগ করেন, দেবাশিস দত্ত নিজেই ইস্টবেঙ্গল ডিরেক্টর আদিত্য আগ্রবালকে এক মেসেজ করেছেন। সেই মেসেজে বৃহস্পতিবার (২৩ মার্চ) ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার অফিসের বাইরে দেবব্রত সরকারের লোকজন বিক্ষোভ দেখিয়েছেন বলে দেবাশিস দত্তের (Debashis Dutta) তরফে দাবি করা হয়। 


গুরুতর অভিযোগ


দেবাশিস দত্তের বিরুদ্ধে ইস্টবেঙ্গল সভাপতিকে এসএমএস পাঠিয়ে লাল হলুদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগও উঠেছে। সাংবাদিক সম্মেলনে  ইস্টবেঙ্গলের তরফে এমনই সব অভিযোগ করে মোহনবাগানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হল। দেবাশিস দত্ত অবশ্য নিজে এই বিষয়ে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁর সাফ কথা ময়দানে এমন ঘটনা নতুন কিছু নয়, এই নিয়ে বেশি মাতামাতি করার কোনও প্রয়োজন নেই।


গুরুত্ব দিতে নারাজ


তিনি বলেন, 'কে, কার বাহিনী, তা আমি কী করে জানব? ময়দানে এমনটা (অভিযোগ) হয়েই থাকে। এসব নিয়ে এত আলোচনা করার কোনও মানে হয় না। সাফল্য পেলে কাকে মেসেজ করেছে, এইসব অভিযোগগুলি অমূলক হয়ে যাবে। ওই অনুষ্ঠানের (ইস্টবেঙ্গলের বৈঠক) তো কোনও ভিডিও নেই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছিলাম। এটা পুরোটাই ওদের অভ্যন্তরীন ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলব না। আশা করছি ওরা দ্রুত আবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরবে।'


এই বিষয়ে মোহনবাগান কর্তা আরও বলেন, 'কোয়েসের সভাপতি ওঁর চেন্নাইয়ের বাড়িতে আমায় নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন। তবে কোয়েস, ইমামি, শ্রী সিমেন্টরা বিশাল বিশাল কোম্পানি। আমি একটা মেসেজ করলাম, আর তাতেই ওরা সবটা মেনে সিদ্ধান্ত বদলে ফেলল, এমনটা কখনও হতে পারে?' 


চাকরি হারাচ্ছেন কনস্ট্যান্টাইন


দিন কয়েক আগেই এটিকে মোহনবাগানের খেতাব জয়ের মাধ্য়মে আইএসএল (ISL) মরসুম শেষ হয়েছে। তবে একদিকে যেখানে এক কলকাতার ক্লাব খেতাব, জিতেছে, সেখানে আরেক ক্লাব ইস্টবেঙ্গলের  পারফরম্যান্স বেশ হতাশাজনকই বটে। ২০টির মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছে লাল হলুদ। আইএসএলে ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনকে (Stephen Constantine)। খবর অনুযায়ী, চাকরি হারাচ্ছেন লাল হলুদ কোচ।


বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ের পরেই কোচ বদলের এই সিদ্ধান্তের কথা জানালেন লগ্নিকারী সংস্থার কর্তা। কনস্ট্যান্টাইনের বদলে কে হবেন পরবর্তী লাল হলুদ কোচ? শোনা যাচ্ছে নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিয়ার্ড জোসেপ গোম্বাউ (Josep Gombau)। তিনি সদ্য সমাপ্ত মরসুমে ওড়িশা এফসির দায়িত্বে থাকলেও, মরসুম শেষেই তাঁর সঙ্গে পড়শি রাজ্যের দল সম্পর্ক ছিন্ন করে। স্প্যানিয়ার্ড জোসেপের কোচ হওয়া নিশ্চিত না হলেও, স্টিভেন কনস্ট্যানটাইন যে পরের মরসুমে  ইস্টবেঙ্গল কোচের হটসিটে থাকছেন না, তা কার্যত নিশ্চিত। সুপার কাপের সম্ভবত লাল হলুদ কোচের পদ থেকে ছাটাই হতে চলেছেন কনস্ট্যান্টাইন।


আরও পড়ুন: বিশ্বজয়ের পর আর্জেন্তিনার জার্সিতে নেমেই গোল, মাঠেই কেঁদে ফেললেন মেসি