রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SA 2nd ODI) দুই বদল করে মাঠে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটাচ্ছেন বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। আর নিজের প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করলেন শাহবাজ। সেট জানেমন মালানকে সাজঘরে ফেরানোর পাশাপাশি তিনি বল হাতেও একদমই বেশি রান খরচ করেননি।
দলে দুই বদল
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ড ইন অধিনায়ক কেশব মহারাজ। ভারতীয় দলের শাহবাজের অভিষেকের পাশাপাশি দলে সুযোগ পান ওয়াশিংটন সুন্দরও। গত ম্যাচে খেললেও এই ম্যাচে সুযোগ পাননি রবি বিষ্ণোই এবং রুতুরাজ গায়কোয়াড়। ঘরোয়া ক্রিকেট তথা আইপিএলে ধারাবাহিকভাবে বিগত কয়েক বছরে ভাল পারফর্ম করেছেন শাহবাজ। তাঁর সুবাদেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পান শাহবাজ। আর নিজের চতুর্থ ওভারেই আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট তুলে নেন বাংলার অলরাউন্ডার।
ডিআরএসে সিদ্ধান্ত বদল
শাহবাজের বলের লাইন মিস করেন জানেমন মলন। বল সোজা গিয়ে তাঁর প্যাডে লাগে। আম্পায়ার প্রথমে নট আউট দিলেও, ডিআরএসের ফলে তিনি নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। উইকেট পাওয়ার পরে সিরাজের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শাহবাজ নিজের নির্ধারিত ১০ ওভারে ৫৪ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর এই ম্যাচেই ব্যাট হাতেও দেখা যেতে পারে শাহবাজকে। তিনি সম্ভবত সাত নম্বরে ভারতের হয়ে ব্যাট করতে নামতে পারেন। প্রসঙ্গত, এই প্রতিবেদনটি লেখার সময় ৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৭/৩। ক্রিজে দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন এডেন মারক্রাম। ইতিমধ্যেই তিনি অর্ধশতরান করে ফেলেছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার নায়ক হেনরিখ ক্লাসেন।
আরও পড়ুন: ভাঙল শতাধিক রানের পার্টনারশিপ, ভারতকে সাফল্য এনে দিলেন সিরাজ