IND VS SA 2nd ODI LIVE Score: সাত উইকেটে দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল ভারত

India vs South Africa 2nd ODI LIVE Score: দ্বিতীয় ম্যাচে শাহবাজ বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে হয়ত রিজার্ভে বসতে হবে রবি বিষ্ণোইকে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Oct 2022 09:00 PM
IND VS SA 2nd ODI LIVE Score: সাত উইকেটে জিতল ভারত

২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে দ্বিতীয় ওয়ান ডে জিতে নিয়ে সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল। সঞ্জু স্যামসন ৩০ ও শ্রেয়স আইয়ার ১১৩ রানে অপরাজিত থাকেন। 

India vs South Africa 2nd ODI LIVE: দ্বিতীয় শতরান শ্রেয়সের

ওয়ান ডে ক্রিকেটে নিজের অসাধারণ ফর্ম বজায় রাখলেন শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচেই নিজের কেরিয়ারের দ্বিতীয় শতরান করে ফেললেন শ্রেয়স। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ২৬৩/৩।

IND VS SA 2nd ODI LIVE Score: জয়ের জন্য প্রয়োজন ৪৩ রান

৪০ ওভা শেষে ভারতের স্কোর ২৩৬/৩। ১০ ওভারে ভারতের জয়ের জন্য আর ৪৩ রান করতে হবে। হাতে রয়েছে সাত উইকেট।

India vs South Africa 2nd ODI LIVE: শতরান হাতছাড়া

৯৩ রানেই ফরটুইনের বলে আউট হলেন ঈশান। ৩৫ ওভার শেষে ভারতর স্কোর ২১০/৩।

IND VS SA 2nd ODI LIVE Score: জোড়া অর্ধশতরান

২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৪৪/২। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার, উভয়েই এই ওভারেই নিজেদের অর্ধশতরান পূরণ করেন।

India vs South Africa 2nd ODI LIVE: শতরানের গণ্ডি পার

২১তম ওভারে শতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। ২১ ওভার শেষে ভারতের স্কোর ১১১/২। ঈশান কিষাণ ৪২ ও শ্রেয়স আইয়ার ২৬ রানে ব্যাট করছেন। 

IND VS SA 2nd ODI LIVE Score: ১৬ ওভার শেষে ভারত ৫৫/২

১৬ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/২। ঈশান কিষাণ ১৬ ও শ্রেয়স আইয়ার ২০ রানে ব্যাট করছেন। 

India vs South Africa 2nd ODI LIVE: দুই উইকেট হারিয়ে ৫০ পার

দুই উইকেট হারিয়ে ১০ম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৫/২। নবম ওভারেই দুরন্ত ছন্দে দেখানো শুভমন গিলকে ২৮ রানে আউট করেন কাগিসো রাবাডা।

IND VS SA 2nd ODI LIVE Score: শিখর আউট

ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন শিখর ধবন। ১৩ রানে আউট হলেন তিনি। গত ম্যাচের মতো এ ম্যাচেই ওয়েন পার্নেলই তাঁর উইকেট নেন। ৬ ওভার শেষে ভারতের স্কোর ২৮/১।  

India vs South Africa 2nd ODI LIVE: ৩ ওভারে ভারত ১১/০

তিন ওভার শেষে ভারতের স্কোর ১১/০। ক্রিজে রয়েছেন শিখর ধবন ও শুভমন গিল।

IND VS SA 2nd ODI LIVE Score: ভারতের লক্ষ্য ২৭৯

সিরিজে সমতায় ফিরতে ভারতের লক্ষ্য ২৭৯ রান। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৭৮/৭ রান তুলল। শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৭ রান তোলে। ৩৫ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

India vs South Africa 2nd ODI LIVE: ২৫০ রানের গণ্ডি পার

৪৫ ওভারে ২৫০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। ৪৫ ওভার শেষে স্কোর ২৫২/৫। ক্রিজে রয়েছেন মিলার ও পার্নেল।

IND VS SA 2nd ODI LIVE Score: দুই ওভারে দুই সাফল্য

৩০ রানে হেনরিখ ক্লাসেনকে ফেরান কুলদীপ যাদব। তার পরের ওভারের দ্বিতীয় বলেই আউট হন মারক্রামও। ৭৯ রান করেন তিনি। ৩৯ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ২১৭/৫।

India vs South Africa 2nd ODI LIVE: ২০০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা

৩৭তম ওভারে ২০০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। ৩৭ ওভার শেষে স্কোর ২০৪/৩। মারক্রাম ৭৭ ও ক্লাসেন ২১ রানে ব্যাট করছেন।

IND VS SA 2nd ODI LIVE Score: অবশেষে মিলল সাফল্য

অবশেষে ভাঙল পার্টনারশিপ। ভারতকে সাফল্য এনে দিলেন সিরাজ। ৭৪ রানে আউট হন হেন্ডরিক্স। ৩১.২ ওভারে প্রোটিয়াদের স্কোর ১৬৯/৩।

India vs South Africa 2nd ODI LIVE: জোড়া অর্ধশতরান

দুই ওপেনার অল্প রানে ফিরলেও মারক্রাম ও রিজা হেন্ডরিক্স প্রোটিয়াদের হয়ে ইনিংস গড়ছেন। উভয়েই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন। ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪৩/২।

IND VS SA 2nd ODI LIVE Score: ১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭২/২

১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। 

India vs South Africa 2nd ODI LIVE: উইকেট পেলেন শাহবাজ

অভিষেক ম্যাচেই উইকেট পেলেন শাহবাজ আহমেদ।

IND VS SA 2nd ODI LIVE Score: উইকেট পেলেন সিরাজ

শুরুতেই উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ডি ককের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ।

প্রেক্ষাপট

প্রথম ওয়ান ডে ম্যাচে হারতে হয়েছে। ৯ রানে ইনদওরে প্রথম ওয়ান ডে ম্যাচে শিখর ধবনের (Shikhar Dhawan) ভারতকে হারিয়ে দিয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) শিবির। আজ সিরিজে সমতা ফেরানোর লড়াই ভারতের সামনে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর বদলি হিসেবে দলে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পর চাহার পিঠে ব্যথা অনুভব করেন এবং সিরিজের প্রথম ওয়ান ডেতেও তিনি খেলেননি। এবার তিনি সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই আমাদের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখবে।'


ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ কবে?
আজ, ৯ অক্টোবর, রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে


কোথায় হবে খেলা?
রাঁচির ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলা হবে


কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে 









স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন।


প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় ম্যাচে শাহবাজ বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে হয়ত রিজার্ভে বসতে হবে রবি বিষ্ণোইকে। এছাড়া একাদশে আর কোনও বদলের সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.