নয়াদিল্লি: ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান রাজীব গাঁধী খেলরত্নের জন্য মনোনীত হলেন প্যারালিম্পিকে শট পাটে রুপো জয়ী অ্যাথলিট দীপা মালিক এবং এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন। এছাড়া জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার রবীন্দ্র জাডেজা, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু, মহিলা ক্রিকেটার পুনম যাদব, অ্যাথলিট তেজিন্দর পাল সিংহ তুর ও মহম্মদ আনাস, হকি খেলোয়াড় চিঙ্গলেনসানা সিংহ কাঙ্গুজাম ও শ্যুটার অঞ্জুম মুদগিল অর্জুন পুরস্কার পাচ্ছেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দকম শর্মার নেতৃত্বাধীন ১২ সদস্যের কমিটি খেলরত্নের জন্য দীপা ও বজরং, অর্জুন পুরস্কারের জন্য ১৯ জন এবং দ্রোণাচার্যের জন্য প্রাক্তন ব্যাডমিন্টন তারকা বিমল কুমার সহ তিনজনের নাম বেছে নিয়েছে। বক্সিং তারকা মেরি কমও এই কমিটিতে ছিলেন। কিন্তু তাঁর কোচ ছোটেলাল যাদব দ্রোণাচার্যর দৌড়ে থাকায় বৈঠকে যোগ দেননি মেরি কম।
রাজীব খেলরত্ন দীপা মালিক, বজরং পুনিয়া, অর্জুন পুরস্কার পাচ্ছেন জাডেজা, স্বপ্না বর্মন
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2019 06:12 PM (IST)
অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -