মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে ফের চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অনুশীলনের সময় গােড়ালিতে চোট পেয়েছিলেন দীপক চাহার। আগামী ২ ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন তিনি। সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডেও হয়ত জায়গা হবে না তাঁর। যদিও টিম ইন্ডিয়ার মূল দলে ছিলেন না তিনি। কিন্তু স্ট্যান্ডবাই হিসেবে চাহারের নাম ছিল। উল্লেখ্য, প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই দলের একাদশে ছিলেন না দীপক চাহার। 


আগেই চোটের জন্য যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবার স্ট্যান্ডবাই তালিকায় থাকা দীপক চাহারের চোটও চিন্তা বাড়়াল টিম ম্যানেজমেন্টের। বুমরার বিকল্প হিসেবে মহম্মদ শামিকেই ভাবা হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে হয়ত তিনি অস্ট্রেলিয়াও উড়ে যাবেন।


এদিকে, গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা চেন্নাই সুপার কিংসের মুকেশ কুমার ও রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেট বোলারদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। 


টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার পারথে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর হোটেলে চেক ইন করেই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভারতীয় ক্রিকেটারেরা।         সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে সেটাই জানিয়েছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় দল সরাসরি পারথের উদ্দেশে রওনা হয়েছিল। কারণ, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ৭ অক্টোবর নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পারথের একটি ছবি পোস্ট করেছেন রোহিত শর্মা। সেখানে দেখা যাচ্ছে, টিম হোটেলের বাইরে স্যুইমিং পুল সহ দারুণ নৈসর্গিক সৌন্দর্য। যা দেখে রোহিত শর্মা মুগ্ধ। ভক্তদের সঙ্গে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করেছে। এই দুটি ম্যাচ ১০ ও ১২ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআইয়ের কাছে অতিরিক্ত দুটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিলেন। যাতে ভারতীয় খেলোয়াড়রা পারথের পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে আরও ভালভালে সড়গড় হতে পারে।