নভি মুম্বই: মহিলা ক্রিকেটে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাট হাতে গতকাল অর্ধশতরান হাঁকিয়েছিলেন ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টে। এদিন বল হাতেও জ্বলে উঠলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। একাই তুলে নিলেন ৫ উইকেট। মাত্র ৭ রান খরচ করে এদিন ইংল্যান্ডের ৫ ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখান দীপ্তি। আর এর সঙ্গে সঙ্গেই নতুন নজির গড়ে ফেললেন ভারতীয় এই অলরাউন্ডার। ১১০ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন ব্যাট হাতে প্রথম ইনিংসে। আর বল হাতে মাত্র ৬ ওভার বল করে ৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। 


ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইনিংসে অর্ধশতরান ও পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন দীপ্তি। প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন শুবাঙ্গি কুলকর্নী। মহারাষ্ট্রের এই ক্রিকেটার ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এই নজির গড়েছিলেন প্রথমবার। এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দীপ্তি এই নজির গড়লেন। 


দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় দল গত রাতের ৪১০ রানের সঙ্গে খুব একটা বেশি রান যোগ করতে পারেনি। মাত্র ১৮ রানের ব্যবধানেই শেষ তিন উইকেট হারায় ভারত। ৬৭ রান করে আউট হন দীপ্তি শর্মা।সেট হওয়া সত্ত্বেও বড় রান করার সুযোগ হাতছাড়া করলেও, বল হাতে তা সুদে আসলে মিটিয়ে দেন দীপ্তি। তিনি পাঁচ উইকেট নেন।


ইনিংসের শুরুটা সোফিয়া ডাঙ্কলি আগ্রাসী মেজাজে করলেও, রেণুকা সিংহের স্বপ্নের ইনসুইং বলে তাঁর ইনিংস সমাপ্ত হয়। ১১ রানে আউট হন তিনি। এরপর অধিনায়ক হায়দার নাইটকে এলবিডব্লু করেন পূজা বস্ত্রকর। ইংল্যান্ড অধিনায়ক ১১ রানে আউট হন। আরেক ওপেনার ট্যামি বিউমন্ট বেশ খানিকটা সময় ক্রিজে টিকে থাকেন। ন্যাটের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন তিনি। তবে খুব বেশি রান করতে পারেননি ট্যামি। তাঁর সংগ্রহ মাত্র ১০ রান। 


ন্যাট একদিকে নিজের ইনিংস চালিয়ে গেলেও, অপরদিকে থেকে নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ড্যানি ওয়াইট, অ্যামি জোন্সরা কেউই বড় রান করতে পারেননি। ড্যানি ১৯ ও অ্যামি ১২ রান করেন। তারপর দীপ্তির দাপটে আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। ১৩৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দীপ্তির পাঁচ উইকেটের পাশাপাশি স্নেহ রানা দুই এবং পূজা ও রেণুকা একটি করে উইকেট নেন। ট্যামি বিউমন্ট রান আউট হন।