নয়াদিল্লি: আইপিএলের একাদশ মরশুমে নতুন দল এবং নতুন অধিনায়ক নিয়ে খেলা শুরু করেছে দিল্লি ডেয়ার ডেভিলস। কিন্তু দলের কোনওকিছুই ঠিকঠাক চলছে না। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারের পর গৌতম গম্ভীর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নতুন অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে দিল্লি জয়ের রাস্তায় ফেরার চেষ্টা করবে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। টিম ম্যানেজমেন্ট এবার ভারতীয় দলের বোলিং তারকা মহম্মদ সামিকে রিটেন করেছে। কিন্তু বিতর্কের মধ্যে থাকা সামি নতুন মরশুমে বল হাতে সেভাবে ছাপ ফেলতে পারছেন না। যে চারটি ম্যাচ খেলেছেন, সেখানে প্রতি ওভারে ৯ ইকোনমি রেটে মাত্র ৩ টি উইকেটই দখল করতে পেরেছেন তিনি।
কাগিসো রাবাডা চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার পর সামির কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছে দল। কিন্তু সেই আশা পূরণে এখনও পর্যন্ত সফল নন সামি। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে দিল্লি। এই ম্যাচের আগে দলের বোলিং কোচ জেমস হোপস বলেছেন, ব্যক্তিগত সমস্যা সামির পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে।
২৮ বছরের পেসার বিগত কিছুদিন ধরেই ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছেন। সামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন। সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহও উস্কে দিয়ে অভিযোগ তুলেছিলেন হাসিন।
এরইমধ্যে পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন সামি। তাঁর মাথায় চোট লাগে। এজন্য আইপিএলের আগে সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি।
বিসিসিআই প্রথমে তাঁর চুক্তি আটকে রেখেছিল। অনুসন্ধানের পর চুক্তি তালিকায় ফিরে আসেন তিনি। আইপিএলে খেলার ছাড়পত্রও মেলে।
হোপস সামির ব্যাপারে বলেছেন, 'আমার মনে হয়, ও কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে। এই সময় কোনও একটা বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে যায়। প্রত্যেক ক্ষেত্রেই মাঠে পারফর্ম শুরু করার আগে যে কেউ প্রথমে বাইরের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করে। সামি ওই প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং নিশ্চিতভাবেই এক্ষেত্রে কিছুটা সময় লাগবে'।
হোপস আরও বলেছেন, 'আইপিএল এখনও শেষ হয়নি, তা আমরা সবাই জানি'।