নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপ শেষ হওয়ার পরই ধাক্কা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফের সভাপতি পদে প্রফুল পটেলের নির্বাচন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। ফলে পরপর চতুর্থবার এই পদে থাকা হল না তাঁর।
আদালত বলেছে, জাতীয় ক্রীড়াবিধি মেনে তাঁর নির্বাচন হয়নি। তাই ফেডারেশন সভাপতি হিসেবে প্রফুল পটেলের নির্বাচন অবৈধ। পাঁচ মাসের মধ্যে নতুন করে ফেডারেশনের নির্বাচনের নির্দেশ দিল আদালত। আপাতত ফেডারেশনের প্রশাসক হলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।
প্রফুল পটেল গত বছরের ডিসেম্বরে ২০১৭-২০ পর্যন্ত ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী।
আদালতের নির্দেশে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির পদ খোয়ালেন প্রফুল পটেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2017 06:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -