জঙ্গি নিশানায় বিরাট, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে ভারতীয় দলের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
Web Desk, ABP Ananda | 29 Oct 2019 02:00 PM (IST)
দিল্লি পুলিশ সূত্রে খবর, এনআইএ-র কাছে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বিরাট ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা, আরএসএস প্রধান মোহন ভাগবতের নাম রয়েছে।
নয়াদিল্লি: জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কাছে পাঠানো অল ইন্ডিয়া লস্কর ই তৈবার হিটলিস্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশকে ভারতীয় দলের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, এনআইএ-র কাছে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বিরাট ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা, আরএসএস প্রধান মোহন ভাগবতের নাম রয়েছে। বিসিসিআই-কে এ বিষয়ে অবহিত করেছে এনআইএ। এই চিঠি ভুয়ো না আসল সে বিষয়ে সংশয় থাকলেও, বিরাট সহ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ।