নয়াদিল্লি: নয়াদিল্লিতে দূষণের জেরে বাতিল হয়ে গেল বাংলা বনাম গুজরাত সহ দুটি রঞ্জি ম্যাচ৷ শনিবারের পর রবিবারও এক বলও না হওয়ায় ম্যাচ রেফারি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়৷এদিন ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল বাংলা ও গুজরাতের ম্যাচ। অন্যদিকে, কর্নেল সিংহ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল হায়দরাবাদ বনাম ত্রিপুরার ম্যাচ। বাতিল করা হয় দুটি ম্যাচই।
কিন্তু ম্যাচ বাতিলের পর কলকাতায় ফেরা হচ্ছে না মনোজ তিওয়ারির বাংলা দলের৷ দূষণে ক্রিকেটাররা মুখে মাস্ক না লাগিয়ে হোটেল থেকে দিল্লির রাস্তায় বেরোতেই পারছেন না৷ কিন্তু সেই দূষিত রাজধানীতেই বাংলাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷
প্রাথমিকভাবে ম্যাচ বাতিলের পর সিদ্ধান্ত হয়েছিল কলকাতায় দলকে ফিরিয়ে নিয়ে আনার৷ এই নিয়ে দলের ম্যানেজারের সঙ্গে কথাও হয়েছিল সিএবি সভাপতির৷ কিন্তু পরে পরিবর্তন হয় সিদ্ধান্তের৷
কারণ, পূর্বসূচি অনুযায়ী বাংলা দলের ৯ তারিখ সকালে নয়াদিল্লি থেকে রাজকোট রওনা হওয়ার কথা ছিল৷ কিন্তু সূচি বদলে যদি কলকাতায় এনে দলকে ফের রাজকোটে পাঠানো হয়, তবে পুরানো টিকিট বাতিল করা ও নতুন টিকিট কাটতে খরচ হবে অতিরিক্ত প্রায় ৩-৪ লক্ষ টাকা৷ সঙ্গে রয়েছে লজিস্টিক সমস্যাও৷
সেজন্যই শেষমূহূর্তে পরিকল্পনা বদল বাংলা দলের৷ তবে মনোজ-প্রজ্ঞানদের জন্য ফতোয়া, দূষণ এড়াতে হোটেলের বাইরে বেরনো যাবে না৷ হোটেলেই এই দুদিন জিম ও সুইমিং করবে দল৷ ৯ তারিখ পূর্ব সূচি অনুযায়ী বঙ্গ ব্রিগেড যাবে রাজকোট৷
দিল্লি দূষণ: বাতিল বাংলা-গুজরাত সহ ২ রঞ্জি ম্যাচ
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2016 08:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -