ওয়াশিংটন: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন আমেরিকায় বড়সড় হামলার ছক কষছে ইসলামিক স্টেট। ভোটের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানীয় মুসলিমদের যোগ না দেওয়ার জন্যও আহ্বান করেছে তারা। আইএসের আল হায়াত মিডিয়া সেন্টারে প্রকাশিত একটি প্রবন্ধ উদ্ধৃত করে এ কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।
৭ পেজের ওই ম্যানিফেস্টোর নাম ‘দ্য মুরতাদ ভোট’। তাতে লেখা হয়েছে, জঙ্গিরা ‘তোমাদের কচুকাটা করতে এসেছে, গুঁড়িয়ে দেওয়া হবে তোমাদের ব্যালট বাক্স’। দীর্ঘ ধর্মীয় যুক্তি তুলে এ ধরনের হামলার সাফাই গেয়েছে জঙ্গিরা। বলা হয়েছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের নীতিতে ইসলাম ও মুসলিম সম্পর্কে কোনও বিভেদ নেই।
গোয়েন্দাদের ধারণা, ভোট প্রক্রিয়া ভেস্তে দিয়ে সংবাদমাধ্যমের মনোযোগ পাওয়ার জন্য তারা এই হামলার চেষ্টা করছে।
ইংরেজিতে লেখা ওই ম্যানিফেস্টোয় প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী টিম কেইনের ছবি রয়েছে। যুদ্ধে মৃত এক ইসলাম ধর্মাবলম্বী মার্কিন সেনার বাবা খিজির খানেরও ছবি আছে সেখানে।
মঙ্গলবার আমেরিকায় ভোট। ভোট চলাকালীন আল কায়দার হামলার আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও টেক্সাসে হামলা চলতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। নিরাপত্তা সংস্থাগুলিকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই নির্দেশ দিয়েছে।
ভোটের দিন আমেরিকায় হামলা চালাতে পারে আইএস, জানাচ্ছেন গোয়েন্দারা
ABP Ananda, Web Desk
Updated at:
06 Nov 2016 06:23 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -