ওডেনসে: অলিম্পিক্সে জোড়া পদকজয়ী। কিন্তু ডেনমার্ক ওপেনে কষ্টার্জিত জয় পেলেন পি ভি সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালে থাইয়ের প্রতিদ্বন্দ্বী বুশাননের বিরুদ্ধে শেষ ষোলর লড়াইয়ে জিতে শেষ আটে পৌঁছে গেলেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৬, ১২-২১, ২১-১৫। মোট ৬৭ মিনিটের লড়াই শেষে ম্যাচে জয় পান হায়দরাবাদের এই শাটলার। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর এটাই সিন্ধুর প্রথম বড় প্রতিযোগিতা।


গত বেশ কয়েকটা দিন ধরে সদ্য টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদকজয়ী পিভি সিন্ধুর (P.V Sindhu) সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিসে মন দিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। শুধু কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হিসেবেই নয়, 'পদ্মাবত' নায়িকা দীপিকা পাড়ুকোন নিজেও জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলেছেন। তাই এই খেলাটা যে তাঁর মজ্জাগত, তা বোঝাই যায়। তবে সম্প্রতি পিভি সিন্ধুর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ব্যাডমিন্টন প্র্যাকটিস করাটাকে যতই অভিনেত্রী বলে থাকুন যে তিনি 'ক্যালোরি ঝরাচ্ছেন', ততটাও সহজভাবে নিচ্ছেন না দর্শকরা। কোথাও না কোথাও পিভি সিন্ধুর বায়োপিক এবং তাঁর চরিত্রে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের একটা যোগসূত্র থেকেই যাচ্ছে। পাশাপাশি দীপিকা এবং সিন্ধু দুজনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। অভিনেত্রীর সদ্য পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কেমিস্ট্রি কতটা গভীর। 


প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টানা ২ বার অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতেছেন। নিজে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন, এবার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চান। কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি তৈরি করছেন পিভি সিন্ধু। অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে হবে এই অ্যাকাডেমি। এই বিষয়ে সিন্ধু জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’