দুবাই: আগামী রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তার আগে কী চাপ অনুভব করছেন বিরাট কোহলি? নিজের সোশ্যাল মিডিয়ায় সেই উত্তরই অভিনবভাবে দিলেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে সমর্থক ও ভক্তদের উদ্দেশে বিরাট লেখেন, ‘রবিবার বড় ম্যাচ, আপনারা কী চাপে রয়েছেন?’ তার নিচে ইংরেজিতে ‘রং’ লেখা টি শার্ট পরে ছবি দিয়ে বিরাট বোঝাতে চেয়েছেন, তিনি এই ম্যাচ ঘিরে একটুও চাপে নেই। বিরাটের এই ট্যুইটের উত্তরও দিয়েছেন অনেকেই। 


 






এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিরাট কোহলিদের ফর্ম দেশে খুশি হতে পারেন ভক্তরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর বুধবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত।


মরুদেশে ভারতীয় স্পিনারদের দিন। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতকে শুরু থেকে সুবিধাজনক জায়গায় রেখেছিলেন স্পিনাররা। স্পিনারদের দাপটে একটা সময় ১১/৩ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পরে অবশ্য ব্যাট হাতে পাল্টা লড়াই করলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। ৪৮ বলে ৫৭ রান করলেন স্মিথ। স্টোইনিস ২৫ বলে ৪১ রানে অপরাজিত রইলেন। টস জিতে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৫২/৫। ম্যাচ জিততে ভারতের লক্ষ্য ছিল ১৫৩ রান।


জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দাপুটে শুরু করেন ভারতের দুই ওপেনার কে এল রাহুল ও রোহিত শর্মা। রাহুল ৩১ বলে ৩৯ রান করে আউট হন। রোহিত ৪১ বলে ৬০ রান করে অবসৃত হন। তিন নম্বরে পাঠানো হয়েছিল সূর্যকুমার যাদবকে। ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৮ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন হার্দিক পাণ্ড্য।