পুদুচ্চেরী: শুরু হয়ে গেল দেওধর ট্রফি। আর প্রথম দিনের ম্যাচে জয় ছিনিয়ে নিল দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। দিনের প্রথম ম্যাচে দক্ষিণাঞ্চল মুখোমুখি হয়েছিল উত্তরাঞ্চলের। টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণাঞ্চল। ১১৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন ময়ঙ্ক আগরওয়াল ও রোহন কুন্নুম্মাল। দক্ষিণাঞ্চলের অধিনায়ক ময়ঙ্ক। অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি। সাতটি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। রোহন ৬১ বলে ৭০ রানের ইনিংস খেলেন। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। এরপর নারায়ণ জগদীশান ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। রিকি ভুঁই ৩১ রান করেন। উত্তরাঞ্চল মাত্র ৬০ রানে অল আউট হয়ে যায়। ২টো করে উইকেট নেন ঋষি ধবন ও ময়ঙ্ক মারকান্ডে। ১টি করে উইকেট নেন সন্দীপ শর্মা, ময়ঙ্ক যাদব ও ময়ঙ্ক ডাগর। নীতিশ রানাও ১ উইকেট নেন। দক্ষিণাঞ্চলের বিদ্যাত কাভীরাপ্পা ৫ উইকেট নেন। দলীপ ট্রফি থেকেই দুরন্ত ফর্মে আছেন তিনি।


দ্বিতীয় ম্যাচে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল নেমেছিল মাঠে। মধ্যাঞ্চল ৫০ ওভারে ২০৭ রানে অল আউট হয়ে যায়। কেকেআরের তরুণ তারকা রিঙ্কু সিংহ ৫৪ রানের ইনিংস খেলেন। পূর্বাঞ্চলের হয়ে ২ উইকেট নেন শাহবাজ আহমেদ, আকাশদীপ প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। পূর্বাঞ্চলের হয়ে অভিমন্যু ঈশ্বরণ ও উৎকর্ষ সিংহ ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অভিমন্যু ৩৮ রান করেন। উৎকর্ষ ৮৯ রানের ইনিংস খেলেন। 


তৃতীয় ম্যাচে উত্তর-পূর্বাঞ্চলকে হারিয়ে দেয় পশ্চিমাঞ্চল। প্রথমে ব্যাট করে ২৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৮ রান বোর্ডে তুলে নেয় পশ্চিমাঞ্চল। ৪৭ ওভারে ২০৭ রানেই শেষ হয়ে যায় উত্তর-পূর্বাঞ্চলের। 


নির্বাসিত হতে পারেন হরমনপ্রীত 


বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে আউট হয়ে স্ট্যাম্প ভেঙেছিলেন মাঠেই। এরপর পুরস্কার বিতরণী সভায় বাংলাদেশের ক্রিকেটারদের অপমান করা থেকে শুরু করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ। সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে হরমনপ্রীত কৌর। ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীতের ব্যবহার ভারতের প্রাক্তন ক্রিকেটারদেরও পছন্দ হয়নি। ম্যাচ ফি-র ৭৫ শতাংশ ও ২ ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল কৌরের। এবার শোনা যাচ্ছে হয়ত আরও ২ ডিমেরিট পয়েন্ট কাটা যেতে পারে হরমনের। এমনকী ২ ম্যাচ নির্বাসিতও হতে পারেন এই ডানহাতি ব্যাটার।