প্রাক্তন হকি তারকার চিকিত্সায় সাহায্য কেন্দ্রের, মোদীকে কৃতজ্ঞতা পিল্লাইয়ের
web desk, ABP Ananda | 05 Jul 2016 10:41 AM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর সহানুভূতিশীল মুখ। অসুস্থ প্রাক্তন হকি তারকা মহম্মদ শাহিদের জন্য তাঁর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন জাতীয় হকি দলের অধিনায়ক ধনরাজ পিল্লাই। ক্রনিক লিভার ও কিডনির সমস্যায় কাহিল পদ্মশ্রী শাহিদের চিকিত্সায় তিনি রেল, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছেও হাত পেতেছিলেন। সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে রেলমন্ত্রক তাদের কর্মী শাহিদের চিকিত্সার সব খরচ বহন করবে বলে জানায়। ক্রীড়ামন্ত্রকও ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে। অসুস্থ অলিম্পিক সোনার পদকধারীর জন্য ৫ লক্ষ টাকা অনুমোদন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবও। আপ্লুত পিল্লাই বলেছেন, শাহিদ ভাইয়ের চিকিত্সার জন্য দ্রুত সাহায্য মঞ্জুর করায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ, রেলমন্ত্রী সুরেশ প্রভুজি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবজীকে ধন্যবাদ জানাতে চাই।